কলকাতায় ডাক্তার পেটানোর প্রতিবাদে আউটডোর চেম্বার বন্ধের ডাক দিলেন ঘাটালের ডাক্তাররা।

রবীন্দ্র কর্মকার: কলকাতায় ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে ঘাটালেও চিকিৎসকমহলে তীব্র নিন্দার ঝড় উঠল। আজ ১২ জুন ঘাটালের সরকারি-বেসরকারি  হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে কালো ব্যাজ পরে প্রতিবাদ করেন। কলকাতা এন আর এস মেডিকেল কলেজে যে রোগী মৃত্যুকে কেন্দ্র করে রোগীর বাড়ির লোকেরা ডাক্তারদের ওপর বর্বরের মত আক্রমণ করে, তার জেরে সারা পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে তীব্র নিন্দা ও ধিক্কারের ঝড় চলছে। সারা রাজ্যের সঙ্গে আজ ঘাটালেও  মহকুমা হাসপাতাল, জি এফ সি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকগণ একজোট হয়ে কালো ব্যাজ পরে এর প্রতিবাদ করেন।

আজ সারা রাজ্যের সঙ্গে ঘাটালের বহু চিকিৎসক তাঁদের চেম্বার বন্ধ রেখে এই হামলার প্রতিবাদে সামিল হন। কিন্তু রোগীদের হয়রানির কথা ভেবে ডাক্তারবাবুরা তাঁদের মানবিকতার খাতিরে আউটডোরে ইমার্জেন্সি রোগীদের দেখেন। পাশাপাশি ডাক্তারবাবুরা এও বলেন, রোগীদের পাশে আমরা সবসময় আছি অথচ  ডাক্তারের ওপর হামলা, কথায় কথায় ডাক্তার পেটানোকে আমরা বরদাস্ত করব না। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রখ্যাত অস্থিরোগ বিশেষ্জ্ঞ ডাঃ অর্ণব কর্মকার বলেন, আমরা রোগীদের শত্রু নই, আমরাও মানুষ। রোগীদের পরিষেবা দিতে আমরা দিনরাত এক করে দিই। অথচ সেই রোগীর বাড়ির লোকেদের কাছে আমাদের নিগ্রহ হতে হয়, এটা খুবই দুঃখজনক ঘটনা। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। একই সঙ্গে তিনি চিকিৎসকদের নিরাপত্তার কথা তুলে ধরেন। ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কুণাল মুখোপাধ্যায় ও  চিকিৎসক এইচ কে পাল, শোভন দাস, অরুনাংশু বেরা প্রমুখ চিকিৎসকরাও এই কথাগুলিই তুলে ধরেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!