নেতাজীর স্মৃতি বিজড়িত নাড়াজোল রাজবাড়িতে প্রতিষ্ঠিত হল নেতাজীর পূর্ণাঙ্গ মূর্তি

দাসপুর নাড়াজোলের রাজবাড়ির সাথে স্মৃতি জড়িয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর। ১৯৩৮ সালের ১৮ মে দেশপ্রেমিক নেতাজি নিজে উপস্থিত হয়েছিলেন নাড়াজোল রাজবাড়ির প্রাঙ্গণে।

নাড়াজোল খান রাজাদের এক বংশধর সন্দীপ খান জানান তৎকালীন ব্রিটিশ রাজের উচ্ছেদে মেদিনীপুরের এই রাজ পরিবার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন। রাজপ্রাসাদের মধ্যেই তৈরি ছিল গোপন কুঠি। সেখান থেকেই বিপ্লবীরা বৈপ্লবিক কার্যক্রম চালাতেন। সেই বিপ্লবীদের উদ্বুদ্ধ করতেই নেতাজী সয়ং হাজির হয়েছিলেন রাজদরবারে।

নেতাজির সেই স্মৃতি ধরে রাখিতেই আজ নেতাজির ১২৩ তম জন্মদিবসে তাঁর পূর্ণায়ব মুর্তির শুভ উদ্বোধন হল। আজ সেই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যাঁরা মধ্যমণি ছিলেন তাঁরা হলেন রাধাকৃষ্ণ কর্মকার ও সুধীর চন্দ্র দাস। তখনকার দিনে তাঁরা নেতাজির বৈপ্লবিক কার্যকলাপে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। একশ ছুঁই ছুঁই দুই স্বাধীনতা সংগ্রামীকে কাছে পেয়ে এলাকাবাসী আপ্লুত। তাঁদের একটু ছোঁয়া,একটু সান্নিধ্য পেতে সবাই ছিল ভীষণ উদগ্রীব।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!