বিশ্ব এডস দিবসে সচেতনতার বার্তা দিতে কলেজ পড়ুয়াদের মিছিল

নিজস্ব প্রতিনিধি,নাড়াজোল:আজ বিশ্ব এডস দিবস৷ বিশ্ব জুড়ে মারণ ব্যাধি এডস কে প্রতিরোধ করতে সচেতনতার বার্তা দিতে দিনটি পালন করা হয়৷ মারণ ব্যাধির ছোবল থেকে রক্ষা পায়নি আমাদের রাজ্যও৷ পশ্চিমবঙ্গে এখন এডস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২৫,০০০-৩০,০০০৷ এই সংখ্যাটি নির্দিষ্ট করে বলা যায় না। কারণ ধরেই নেওয়া হয়, ভাইরাস নিয়েও অনেকে আছেন, যাঁদের কথা আমরা জানি না। সচেতনতা ছাড়া এই রোগ কোন ভাবেই নির্মুল করা সম্ভব নয়৷ মানুষকে সচেতন করতে আজ দাসপুরের নাড়াজোল রাজ কলেজের জাতীয় সেবা প্রকল্পের(NSS) এর পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়৷ কলেজের ছাত্রছাত্রীরা ব্যনার হাতে এলাকায় মিছিল করে মানুষকে সচেতনতার বার্তা দেন৷ ছাত্রছাত্রীদের সাথে ওই প্রচারের অংশনিতে দেখা যায় কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদেরও৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!