ডেঙ্গু রুখতে মশারী,দাসপুরের রাজা রামমোহন ক্লাবের অভিনব উদ্যোগ

ডেঙ্গুর দাপট রুখতে অভিনবত্ব আনল দাসপুর ১ নম্বর ব্লকের জোতবানী রাজা রামমোহন রায় ক্লাব। সরবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকার জোতবানী গ্রামের এই ক্লাবে ২৮ ডিসেম্বর থেকে চলছে ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই ৩০ ডিসেম্বর সন্ধেতে ক্লাবের মঞ্চ থেকে এলাকার দুঃস্থদের দেওয়া হল মশারী। দাসপুর ১ পঞ্চায়েত সভাপতি সুনীল ভৌমিক, ডেঙ্গু রুখতে ক্লাবের এই উদ্যোগকে যথেষ্ট প্রশংসা করেছেন।

ক্লাব সভাপতি গৌতম রায় জানান,২৮ ডিসেম্বর স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে তাঁদের ক্লাবের এবারের বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা,নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একাধিক সামাজ সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর তাঁদের এই ক্লাবের ২০১৯ সালের বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
গৌতমবাবু আরও জানান,ডেঙ্গু রুখতে মশারী ব্যবহারই একমাত্র হাতিয়ার। তাই সেই মশারী ব্যবহারে সচেতনতা বাড়াতেই তাঁদের এই প্রয়াস
গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে তাদের গ্রামের এই ক্লাব এবং ক্লাবের সদস্যরা গ্রামের মানুষের বিপদেআপদে সবসময় পাশে থাকে। তাই এই ক্লাব গ্রামবাসীদের কাছে শুধু ক্লাব নয়,এক ভরসাও বটে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!