দাসপুরে বোনফোঁটার সূচনা ও গণ ভাইফোঁটা

শুভদীপ জানা: অন্যান্য বছরের মত এবছরও দাসপুর থানার জোতবাণী আমরা ক’জন সংঘের উদ্যোগে গণ ভ্রাতৃদ্বিতীয়া উৎসব এবং যমরাজ ও যমুনা পুজো আয়োজিত হল। ২৯ অক্টোবর ভাইফোঁটার দিন উৎসবের সূচনা করা হয়। সংঘের বোনেরা জোতবাণী শীতলা মন্দির প্রাঙ্গণে পথচলতি প্রায় কয়েক শ ‘ভাইয়ের’ কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করেন। ওই সংঘের যম-যমুনা পুজো উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে নানান সাংস্কৃতিক, প্রতিযোগিতামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে দাসপুর-১ ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বসন্তপুরে মিশ্র পরিবার আজ ভাইদের ফোঁটার সাথে সাথে বোনেদের ফোঁটা শুরু করল। ওই পরিবারের প্রধান নিমাই মিশ্র বলেন, এই সমাজে পুরুষদের সাথে সাথে নারীদের সমান অধিকার রয়েছে। সেজন্য আমরা আমাদের পরিবার থেকে বোন ফোঁটা শুরু করলাম।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!