ঘাটালে কালীর শিশুরূপ দেখতে ভিড়

•রবীন্দ্র কর্মকার: ‘কালী মায়ের শিশুরূপ’। শিশুরূপে কালীর অভিনব থিম করে চমক দিল ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের ইয়ং স্টার ক্লাব। ঘাটাল কলেজের গার্লস হোস্টেলের কাছে, জলছবি জেরক্স দোকানের সামনে কালীর ওই শিশু মূর্তি দেখতে অনেকেই ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন। কালীর হাতে খড়্গ, কাটা মুণ্ডের পরিবর্তে দেওয়া হয়েছে খেলনা। সেই সঙ্গে আনুষঙ্গিক পরিবেশটাও দারুন পরিকল্পনা করে করা হয়েছে। ওই পুজোর কর্মকর্তারা জানান, এবছর এই কালীপুজোটি ২৪ বছরে পড়ল। থিমটির পরিকল্পনা ও বাস্তব রূপায়ণ দিয়েছে ঘাটালের রেপ্লিকা সংস্থা। থিমটি করেছে কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রভাস দাস, সুকান্ত মাউর, কৃশানু দেশাই, সুরজিৎ ভৌমিক, সিদ্ধার্থ শংকর মণ্ডল। এই ক্লাবটি বরাবরই নিত্য নতুন ভাবনার থিমের চমক দিয়ে এসেছে। এর আগেও ক্যালেন্ডারে কালী, ঘট রূপে কালী, কনে রূপে কালী প্রভৃতি থিম করে ঘাটালবাসীর নজর টেনেছে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। ক্লাবের কর্মকর্তারা বলেন, পুজো উপলক্ষ্যে কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতা ও মনোরঞ্জনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!