ঘাটাল মহকুমার দীর্ঘগ্রামের চৌধুরি পরিবারের দুর্গাপুজো ২৬০ বছরের প্রাচীন

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল মহকুমার প্রাচীন  দুর্গাপুজোগুলির মধ্যে অন‍্যতম দীর্ঘগ্রামের চৌধুরি পরিবারের পুজো। পরিবারের তরফে দাবি, এই পুজো অন্তত ২৬০ বছর ধরে চলে আসছে। একসময় বর্ধমানের রাজার কাছ থেকে ন’শো বিঘা জমির জায়গীরদারি নিয়ে দীর্ঘগ্রামে জমিদারি শুরু করেছিলেন চৌধুরিদের পূর্বপুরুষ ঠাকুরদাস চৌধুরি। পরে সেই জমির খাজনা থেকেই শুরু হয় এই পুজো।পরিবারের সদস্য গোপেন্দ্র চৌধুরি বলেন, মহালয়ায় দিন দুর্গা প্রতিমা তৈরি সম্পূর্ণ  হয়ে যায়।  ষষ্ঠীর দিন অধিবাস। নিষ্ঠা ও ঐতিহ্য মেনে এই পরিবারের পুজো হয়। তবে আগে ছাগ বলি হত, এখন হয় না। তার পরিবর্তে চালকুমড়ো বলি হয়। পুজোর সময়  চৌধুরি পরিবারের তরফে স্বাস্থ্য শিবির, বস্ত্র দান, ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপেন্দ্রবাবু বলেন, চৌধুরি পরিবারের সদস্যরা দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে কর্মরত রয়েছেন। কিন্তু সবাই প্রায় এই পুজোর সময় আসেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!