অঙ্কনে রাজ্যের সেরা ঘাটালের রুদ্র মণ্ডল

মা ও বাবার মাঝে রুদ্র

রবীন্দ্র কর্মকার: রাজ্য স্তরীয় অংকন প্রতিযোগিতায় সেরা হল ঘাটাল শহরের ১৫ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রুদ্র মণ্ডল।  নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে সমগ্র শিক্ষা অভিযান আয়োজিত যে অঙ্কন প্রতিযোগিতা হয় তার ‘এ’ গ্রুপে (প্রথম-দ্বিতীয় শ্রেণী) সারা রাজ্যের সেরার শিরোপা পেয়েছে ঘাটালের রুদ্র মণ্ডল। রুদ্রের বাবা রীতেশ মণ্ডল নিশ্চিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা লিপি মণ্ডল রুদ্রদের স্কুলেরই সহকারী শিক্ষিকা। অর্থাৎ মায়ের স্কুলেই রুদ্র পড়াশোনা করে। রুদ্রদের বাড়ি ঘাটালের কুশপাতা ১৬ নম্বর ওয়ার্ডে।লিপিদেবী বলেন, রুদ্র ঘাটাল পশ্চিম চক্র থেকে প্রথম হয়ে জেলায় যায়। ৮ নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কমপ্লেক্সে হয় জেলা ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা হয়। অঙ্কনের থিম ছিল ‘কাটবো নাকো একটি গাছও’। রুদ্রদের স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা বারিক বলেন, রুদ্র জেলা স্তরে প্রথম হয়। তাই তার  আঁকা ছবিটি জেলা থেকে পাঠানো হয় রাজ্যে। রাজ্য থেকে বাছাই হয়ে ঘোষিত হয় সেরা তিনজনের নাম। জানা যায়, সেরা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ছেলে রুদ্র। বাকি দুজনের বাড়ি পূর্ব মেদিনীপুর এবং বর্ধমান জেলায়। রুদ্রের এই সাফল্যে স্বাভাবতই খুশি ঘাটালবাসী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!