শীত আসছে,দাসপুর পুলিসকে সাথে নিয়ে নিজেদের দোকান নিজেরাই রাত পাহারায়

শীত আসার সাথে সাথে আবার দাসপুর থানার রাজনগর পূর্ব বাজারের দোকানদারদের কপালে চিন্তার ভাঁজ! সালটা ২০১৮ দিনটা ২৮ শে নভেম্বর,সাত সকালেই রাজনগর বাজারের এক জুয়েলারি সামগ্রীর দোকান থেকে সাটার গ্রীল কেটে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়। ছুটে আসেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞ্যা,তড়িঘড়ি পদক্ষেপ নেয় দাসপুর পুলিস।

দাসপুর পুলিস ও রাজনগর পূর্ব ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে শুরু হয় বাজারে রাত পাহারার। সেই থেকে দোকানে চুরি আর নাই।

কিন্ত আবার শীত জাঁকিয়ে পড়তে চলেছে। তাই রাজনগর পূর্ব ব্যবসায়ী সমিতির সদস্যরা এবার শীতেও রাত পাহারায় বদ্ধপরিকর। নিজেদের উদ্যোগে তাঁরা আলোকিত করেছেন বাজার চত্ত্বর, রাত পাহারায় যাতে সব দোকানদার উৎসাহিত থাকেন তাই এখন থেকে প্রতিরাতে দাসপুর থানার তিন সিভিক ভলেন্টিয়ারের সাথে ৬জন করে দোকানদার রাত জাগবেন। সেই লিস্টের কপি প্রত্যেক দোকান দারের হাতে ধরিয়ে দিচ্ছেন বাজার কমিটির অন্যতম দুই সদস্য শঙ্কর গুছাইত ও তারকনাথ অধিকারী।

তাঁদের বক্তব্য,আমাদের নিজেদের দোকান সে দোকান রক্ষার দায় ও দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। প্রশাসন এক পা এগিয়েছে তাই আমরা নিজেদের স্বার্থেই দু পা এগিয়ে এলাম।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!