আজ ২২ শে এপ্রিল সকাল থেকে আবার সি আই ডির ম্যারাথম জেরার মুখে ঘাটাল লোকসভা এলাকার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বিকেল ৫টার পর জেরা শেষে এদিন আমাদের সংবাদ মাধ্যমের কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সি আই ডির এই জেরাকে একেবারেই পরিকল্পিত বলে উল্লেখ করলেন ভারতী দেবি। আগামীকালও আসবে সি আই ডি।
তবে তিনি আর সি আই ডির কথায় জেরার নামে গৃহবন্দী থেকে প্রচার বন্ধ রাখবেন না বলে জানালেন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










