ঘাটালে আবারও পথ দুর্ঘটনা। আজ সাতসকালেই দুর্ঘটনার কবলে পড়ে পশ্চিমবঙ্গ সরকারের এক গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে কুশপাতা ও বেলেঘাটার মাঝে। প্রত্যক্ষদর্শীদের দাবি পাঁশকুড়া মুখি গাড়িটি একটি ঘাটাল-পাঁশকুড়া বাসকে পাস দিতে গিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে। গাড়ির মধ্যেথাকা অনন্যরা অক্ষত থাকলেও এই দুর্ঘটনায় গাড়িটির চালক জখম হয়েছে। ঘাটাল পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে। যান চলাচল স্বাভাবিক আছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










