ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেবের হয়ে ৮ মে সন্ধ্যে দাসপুর সবুজ সংঘের মাঠে প্রচার সারলেন টলি অভিনেত্রী নুসরাত নুরজাহান। এবার লোকসভা নির্বাচনে এই টলি অভিনেত্রীও তৃণমূলের টিকিটে লড়ছেন।
এদিনের জনসভায় অভিনেত্রী নুসরাতকে একবার সামনে থেকে দেখতে তৃণমূল সমর্থকদের পাশাপাশি নুসরাতের ফ্যানেদেরও ভিড় ছিল চোখে পড়ার মত। তবে যে সহকর্মীর হয়ে নুসরত প্রচারে এলেন সেই সহকর্মী অভিনেতা দেব তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অবশ্য এই সভায় উপস্থিত থাকতে পারেননি। দেব ছাড়াই নুসরাত দেবের হয়ে প্রচার সারলেন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










