এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাস অফিসে তালা, যাত্রীদের দুর্ভোগ

Published on: July 12, 2019 । 8:38 AM

নিজস্ব সংবাদদাতা:বাসের সময়সূচি নিয়ে বাসমালিকদের মধ্যে গণ্ডগোল। আজ ১২ জুলাই সকালে ঘাটাল কলেজ মোড়ে বাস অফিসে তালা ঝুলিয়ে দিলের ঘাটাল পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক বাস মালিক। ওই বাস মালিকের নাম গোষ্টবিহারী ঘোষ। ওই অফিস থেকেই বাসের সময়সূচি জানতে পারতেন যাত্রীরা। ফলে তাঁরা সমস্যায় পড়েছেন।  এনিয়ে এলাকায় চাপা উত্তেজনা চলছে।কলকাতা গামী দুটি বাসের মধ্যে কোনও বাসটি আগে যাবে তা নিয়েই গণ্ডগোল। এনিয়ে ওই দুটি বাসের কর্মীদের মধ্যে মারপিটও হয়েছিল। সেই মারপিটের ‘বিচার’ হয়নি বলেই আজ ১২ জুলাই সকালে কলেজ মোড়ের বাস অফিসটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘাটাল মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহন বাগ বলেন, ঘটনাটি খুব লজ্জার। চাবি দেওয়াটা ঠিক হয়নি। আমরা থানায় গিয়ে এফআইআর করে ওই অফিস খোলার ব্যবস্থা করব।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad