লিখিত অভিযোগ পেয়ে তড়িঘড়ি পুকুর ভরাট বন্ধের নির্দেশ দিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। চন্দ্রকোণা পৌরসভা ৬ নং ওয়ার্ডের সাবেক ২০৮০ হাল ২৫২৮ দাগের একটি পুকুর বোঝানো কাজ শুরু করে উত্তম মাউর নামের এক ব্যক্তি। পৌরসভার বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলে বিজেপি লিখিত অভিযোগ জানালে আজ শুক্রবার সকালেই তড়িঘড়ি পুকুর ভরাট বন্ধ করে দেয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









