উচ্চমাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়ে রাজ্যে ১৩তম স্থান দখল করল নন্দনপুরের অর্ঘদীপ সামন্ত

•মাত্র কয়েক নম্বরের জন্য প্রথম দশে স্থান হল না দাসপুর-১ ব্লকের নন্দনপুর হাইস্কুলের ছাত্রে অর্ঘদীপ সামন্তের। এবার সে ৪৮৩ নম্বর পেয়ে রাজ্যে ১৩তম স্থান দখল করেছে। আর মাত্র তিন নম্বর পেলেই সে প্রথম দশে স্থান করে নিতে পারত। অর্ঘের বাবা পরেশনাথ সামন্ত বলেন, অবিশ্বাস্যভাবে বাংলা, ইংরেজি এবং রসায়নে কম নম্বর এসেছে। অত কম নম্বর কোনও ভাবেই অর্ঘর পাওয়ার কথা নয়। আমরা ওই বিষয়গুলি স্ক্রুটিনি করার ব্যবস্থা করব।

নন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রাজকুমার দাসকর্মকার বলেন, মহকুমার নিরিখে অর্ঘ প্রথম।  অর্ঘ বরাবরই পড়াশোনায় ভালো। সেই অত্যন্ত বিনয়ী ও বাধ্য। অর্ঘ জানায়, আগামী দিনে তার আই আই টি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad