কবিতা: বসন্ত দিন

অভিজিৎ জানা

কবি পরিচিতি: এখনও ছাত্র। বাড়ি দাসপুর থানার রামদেবপুরে। পশ্চিম মেদিনীপুর। মো: 7797403373

বসন্তদিন- বসন্তদিন, ঢেউয়ের দোলা সবুজ মাঠে,

কোন প্রেমিকের দিনগুলো হায় দারুণ দিনে একলা কাটে!

বসন্তদিন কাঁচা বয়স্ তোমায় দেখে বুক চিনচিন্

তোমার উপেক্ষারই শুষ্কবাতাস, আমি ময়শ্চারাইজিং লেপনবিহীন্!!

বসন্তদিন বসন্তদিন, মনটা বড় খারাপ করাও,

হঠাৎ হাওয়ায় কেন বলো আশার যতো পাতা ঝরাও?

বসন্তদিন, মনজানালায় ঝাপসামুখের খেয়ালউঁকি,

কলজেছিঁড়ে আনমনে কেউ কাটছে কেবল আঁকিবুঁকি!!

বসন্তদিন বসন্তদিন— রেডিওতে পুরানোগান,

অজানা এতো কষ্ট কেন দুঃখ সুখে ভরাচ্ছে প্রাণ?

বসন্তদিন মনের আকাশ সকালথেকে মেঘলা কালো!

কেবা জানে দূর থেকে কেউবাসছে তোমায় ভীষণ  ভালো!

জানিনা আজ কোথায়  থাকো, কাছেই নাকি অনেক দূরে!

মাথার কসম্ সত্যি বলো – আমাকে তোমার মনে পড়ে!?

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad