এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে কুকুরের আক্রমণে হত হনুমান

Published on: December 19, 2018 । 11:11 AM

আজ ১৯ ডিসেম্বর ২০১৮ দুপুরে এক দল কুকুরের আক্রমণে প্রাণগেল এক হনুমানের। ঘটনাটি ঘটে চন্দ্রকোণা-১ ব্লকের (ক্ষীরপাই) বেটাগ্রামে। বন দপ্তরেরকর্মী মলয় ঘোষ বলেন,  এদিন দুপুরে এই হনুমানটি পুড়শুড়ি থেকে মাঠে মাঠে বেটাগ্রামের দিকে  যাচ্ছিল। সেই সময় একটি কুকুদের দল হনুমানটিকে ঘিরেধরে ধারাবাহিকভাবে আক্রমণ করে। হনুমানের শরীরটি কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। স্থানীয়বাসিন্দারা ঘটনাটি দেখে লাঠিতাড়া নিয়ে ছুটে গিয়ে হনুমানটিকে যখন উদ্ধার করেন। কিন্তুতার আগেই হনুমানটি মারা যায়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad