ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার

তনুপ ঘোষ:কাটমানি নিয়ে পৌরসভার চেয়ারম্যান এর বিরুদ্ধে পোস্টার পড়ল চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভায়। ১৯ জুলাই শুক্রবার সকালে পৌরসভা চত্বর,পৌর ময়দানের গেটে একাধিক পোস্টার পড়াকে ঘিরে চাঞ্চল্যর সৃষ্টি হয়।যদিও সকালে পোস্টার গুলির অধিকাংশই ছিঁড়ে ফেলা হয়।সাদা কাগজে লাল কালিতে লেখা একাধিক পোস্টারে মুলত পৌরসভায় কর্মী নিয়োগ নিয়ে চেয়ারম্যান ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তোলা হয়।

পোস্টার দেওয়া হয়েছে পরিক্ষার্থীদের তরফে এমনটাই উল্লেখ করা হয় পোস্টারের নিচে।পোস্টারে উল্লেখ করা হয়,”পৌর কর্মী নিয়োগের লিখিত পরিক্ষার রেজাল্ট না বের করে কোনো তড়িঘড়ি করে ইন্টারভিউর চিঠি পাঠানো হচ্ছে চেয়ারম্যান জবাব দাও।”চেয়ারম্যান ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের উদ্দেশ্য আরও উল্লেখ করা হয়,”চেয়ারম্যান/EO কত কাটমানি খেয়োছেন,অবৈধভাবে কর্মী নিয়োগ করছেন জবাব দাও”।এর আগেও বেশকয়েকবার ক্ষীরপাই পৌরসভায় নিয়োগ নিয়ে পোস্টার পড়ার ঘটনা ঘটেছিলো এবং বিজেপির তরফে ডেপুটেশনও দেওয়া হয়েছিলো।আর আজ সকালে পৌরসভার বিভিন্ন জায়গায় এরকম পোস্টার পড়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এঘটনায় নাম না করে বিজেপির দিকেই আঙ্গুল তুলেছেন পৌরসভার চেয়ারম্যান দূর্গাশঙ্কর পান।এদিকে বিজেপির তরফে এই পোস্টার দেওয়া না হলেও তারা পোস্টার দেওয়াকে সমর্থন করেন এবং পৌরসভায় কর্মী নিয়োগ সহ নানান ভাবে কাটমানি নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেওয়া হয়।কাটমানি নিয়ে রাজ্যে উত্তাল এরই মাঝে তৃনমুল পরিচালিত চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কাটমানি সংক্রান্ত পোস্টার পড়ায় অস্বস্তিতে শাসকদল।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭