গ্রাম বাংলার কবিদের লেখা সমন্বিত সৃষ্টিকণা সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ হল দাসপুরে

সুদীপ্ত শেঠ, চাঁইপাট: গ্রাম বাংলার কবি ও সাহিত্যিকদের লেখা সমন্বিত সৃষ্টিকণা ঐমাসিক সাহিত্য পত্রিকা আত্মপ্রকাশ করলো৷ ওই উপলক্ষে আজ ৮ অক্টোবর চাঁইপাট বালিকা বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ স্বরচিত কবিতা, আবৃত্তি, নাচ ও গানে জমজমাট ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাক শতাধীক সংস্কৃতি প্রেমী মানুষ৷ অনুষ্ঠানে কবি মদন জানার কবিতার বই ‘আমি প্রকৃতি বলছি’ ও কবি কমললোচন প্রধানের কবিতার বই ‘প্রভাত পাখীর গান’ প্রকাশিত হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই, আরিট স্কুলের প্রধান শিক্ষক নরেণকুমার দে, লেখক বঙ্কিম মাঝি প্রমুখ৷ অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন আবৃত্তিকার বিশ্বজিৎ চক্রবর্তী৷

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।