ঘাটালের গ্রামপঞ্চায়েত এলাকার পড়ুয়াদের মূল্যায়ন

•গ্রামপঞ্চায়েতে এলাকার পড়ুয়ারা কেমন পড়ছে? কেমন তাদের অগ্রগতি হচ্ছে? তা নিয়েই একটি মূল্যায়ন পরীক্ষার আয়োজন করল ঘাটাল ব্লকের দেওয়ানচক-১ গ্রামপঞ্চায়েত। আজ ২২ জানুয়ারি ওই গ্রামপঞ্চায়েতের লছিপুর বীণাপাণি হাইস্কুলে ওই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। ওই পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ইসলামপুর প্রাথমিক বিদ্যায়ের শিক্ষক সোমেশ চক্রবর্তী এবং জেলা পরিষদের সদস্য কার্তিক পাল বলেন, বাংলা, ইংরেজি, অংক, জীবন বিজ্ঞান, জড় বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। এদিন দুপুর ১২টা থেকে   ৩১ স্কুলের ১৫০০ পড়ুয়ারা পরীক্ষা দেয়। ওই  গ্রামপঞ্চায়েত প্রধান আসমিনা বিবি  বলেন,  গত বছরও একই ভাবে এই মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছিল। তখন এই গ্রামপঞ্চায়েতের প্রধান ছিলেন কার্তিকবাবু। তাঁরই মস্তিষ্কপ্রসূত এই পরীক্ষা।  ওই পরীক্ষার সেরা ছাত্রছাত্রীদের গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে পুরস্কৃতও করা হবে বলে জানানো হয়েছে। সোমেশবাবু বলেন, এই ধরনের উদ্যোগ জেলাতে প্রথম।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad