নিজস্ব সংবাদদাতা: আজ ১৭ মার্চ ঘাটাল থানার ঈশ্বরপুরে এক আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ওই মহিলার নাম আদুরিমণি হাঁসদা। বয়স ৪০ বছর। এছাড়াও আদিবাসী সন্দেহে ওই পাড়ারই আরও পাঁচ মহিলাকে হত্যার উদ্যেশে পেটানো হয়েছে। ঘটনাটি জানার পরই ঘাটাল মহকুমার মহকুমা শাসক অসীম পাল, ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক কল্যাণ সরকার-সহ বিশাল পুলিস বাহিনী এলাকায় যায়। জখম মহিলাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভরতি করা হয়। এলাকা উত্তপ্ত। বর্তমানে এলাকায় পুলিস মোতায়েন রয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










