এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পিকনিক করতে গিয়ে মৃত ১

Published on: December 25, 2018 । 10:45 AM

বড়োদিনে ফিস্ট করতে গিয়ে মদ‍্যপ অবস্থায় মৃত্যু হল এক যুবকের(২৫)। প্রতিবছরের ন‍্যায় এবছরও চন্দ্রকোনার ঢলবাঁধে প্রচুর মানুষ ফিস্ট করতে এসেছেন। পাশের গ্রাম পেকালা থেকে বন্ধু বান্ধবের সঙ্গে ফিস্ট করতেএসেছিলেন হরি মণ্ডল। দুপুর আড়াইটা নাগাদ মদ‍্যপ অবস্থায় ঢলবাঁধ জলাশয়ে পড়ে যায় হরি। সবাই ফিস্ট করতে ব‍্যস্ত তাই সেভাবে কেউ খেয়াল করেনি। এক মহিলা যুবককে তলিয়ে যেতে দেখে চিৎকার করে উঠলে সবাই ছুটে আসে। জলাশয় থেকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। হাসপাতালে ছুটে আসেন চন্দ্রকোনা থানার ওসি। উৎসবের দিনে এই শোকে এলাকায় থমথমে পরিবেশ। •ছবি ও তথ্য বাবলু সাঁতরা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad