এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বিষধর সাপ! নজির মিলল সচেতনতার

Published on: January 14, 2019 । 4:19 AM

সাতসকালেই ঘাটালের বরদা চৌকন লাগোয়া নির্মল বাজারে উপচে পড়া ভিড়! সবাই উঁকুঝুঁকি দিচ্ছে কিন্তু সাবধানে। মাঝে মধ্যেই আবার ছিটকে সরে আসছে।
সামনে গিয়ে দেখা মিলল এক বিষধর সাপের। স্থানীয়দের থেকে জানা গেল সাপটি গোখুরা।

রাতে কোনো ভাবে রাস্তার পাশের এক চৌবাচ্চা জলে এসে পড়েছে। কিন্তু কিছুতেই আর উঠতে পারছে না। তা দেখতেই বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভিড়।

তবে আমাদের সংবাদ মাধ্যমে বারের প্রচারের ফল মিলেছে। সাপটিকে কেউ মারতে উদ্যত হয়নি। বরং এলাকাবাসীরাই বনদপ্তরে জানান দিয়েছে এই সাপকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭