ঘাটাল লোকসভা কেন্দ্রে বুথে বুথে আজই পৌঁছে যাচ্ছে ভোট কর্মীদের সাথে কেন্দ্রীয় বাহিনী,বুথে বুথে থাকছে বাড়তি নিরাপত্তা

১২ মে ঘাটাল লোকসভা আসনে ঘাটাল লোকসভা কেন্দ্রের জনগন তাঁদের মতাধিকার প্রয়োগ করবেন। সেই মতাধিকার প্রয়োগের আগের দিন ১১ মে ভোটকর্মীরা তাদের নিজ নিজ বুথের দায়িত্ব বুঝে নিচ্ছেন। নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে এই লোকসভা কেন্দ্রের সবকটি বুথেই রাজ্য পুলিসের পাশাপাশি থাকছে কেন্দ্রীয় বাহিনীও। ভোটকর্মী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে এই বিশেষ ব্যবস্থা।

এবার দাসপুর বিধানসভা এলাকায় মহিলা বুথ থাকছে ২১টি। ঘাটালে মহিলা বুথের সংখ্যা ১৬ টি। দাসপুরে ১২৬ টি বুথে বাড়তি নিরাপত্তা হিসেবে সিসি টিভি লাগানো হচ্ছে। তবে ঘাটালে এই সিসি টিভি যুক্ত বুথের সংখ্যা ১০০টি। দাসপুরের ৪০ টি বুথে ওয়েব কাস্টিং ব্যবস্থা থাকছে আর ঘাটালের ৫৭ টি বুথে এই একই ব্যবস্থা থাকছে। দাসপুরের ১২১ টি এবং ঘাটালের ১১৭ টি বুথে মাইক্রো অভসারভার থাকছে। সব মিলিয়ে এবার ঘাটাল লোকসভা নির্বাচনে বেশ কড়া নিরাপত্তার ঘেরা টোপেই ভোট পর্ব সারতে চাইছে নির্বাচন কমিশন।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭