জিমন্যাস্টিকে সাফল্যের জন্য ঘাটালের অনন্যাকে জেলা শাসক সংবর্ধনা দিলেন

নিজস্ব সংবাদদাতা: রাজ্য ও জাতীয়স্তরের  জিমন্যাস্টিকে   নিয়মিত সাফল্য রেখে চলায় ঘাটাল মহকুমার খড়ার সিংহপুরের অনন্যা রায়কে   সংবর্ধনা দেওয়া হল।   আজ ১১ জুলাই জেলা যোগ ও জিমন্যাস্টিক অ্যাসোসিয়েসনের ব্যবস্থাপনায় পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক ড.রেশমী কমল  রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিকস্তরে যোগ, জিমন্যাস্টিকে  অসামান্য সাফল্যের জন্য সংবর্ধনা জ্ঞাপন করেন অবিভক্ত মেদিনীপুর জেআর কৃতি খেলোয়াড়দের।  সেখানেই অনন্যাকে সংবর্ধনা দেওয়া হয়। অনন্যা বাড়ি ঘাটাল মহকুমার খড়ার সিংহপুরে হলেও তার বাবা কর্মসূত্রে মেদিনীপুর শহরে থাকেন। অনন্যা বর্তমানে   মেদিনীপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ে। বিগত জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাতে সে ত্রিপুরা রাজ্যে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেছে।  রিদমিক জিমন্যাস্টিক মেয়েদের জন্য বিশেষ জিমন্যাস্টিক।  এটি অলিম্পিকেও খেলা হয়।  পশ্চিমবঙ্গে অপ্রচলিত এই জিমন্যাস্টিক ধারাটির প্রসারে অনন্যার অবদানের কথা তুলে ধরেন   জেলা শাসক।  খেলাধুলার পাশাপাশি সে সিনেমায় অভিনয়, লেখালিখিও করে।  ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তার কবিতার বই ‘ই-উল্কি’।   সেখান থেকে একটি কবিতা পাঠ করে শোনান  জেলা শাসক।  তিনি অনন্যার বাবা সৌমিত্র রায়কে বলেন, পড়াশুনোর পাশাপাশি মেয়ের বহুমূখী প্রতিভার প্রতি বিশেষ যত্ন নিতে।   

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad