জোতঘনশ্যামে শাস্ত্রীয় সঙ্গীতের আসর

•বড়দিন পড়ার মূহুর্তে সারারাত ধরে  শাস্ত্রীয় সংগীতের আসর চলল দাসপুর-২ ব্লকের জোতঘনশ্যামে।  প্রায় ৩০০ দর্শক সারারাত গান শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতে ছিলেন আর্শাদ আলি খান ও রাগ্রেশ্রী দাস, তবলায় ছিলেন অমিত জানা, বিভাস সাংহাই,  সুদীপ চট্টোপাধ্যায় ও অসিত জানা,  হারমোনিয়ামে সনাতন গোস্বামী ও হিরন্ময়  মিত্র,  বাঁশিতে   ইন্দ্রজিৎ বসু, সরোদ শিল্পী ছিলেন অর্ণব ভট্টাচার্য এবং বেহালায় ছিলেন সাকেত সাউ। অনুষ্ঠানটির আয়োজন করেছিল বঙ্গবাণী।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad