ডেঙ্গুর প্রকোপ রুখতে বাড়ি বাড়ি যাচ্ছে দাসপুরের এই স্কুল

সৌমেন মিশ্র,রাজনগর: আবহাওয়া একটু ঠান্ডা হতেই এদিক ওদিক থেকে অজানা জ্বর বা ডেঙ্গুর খবর নিউজ চ্যানেল গুলোতে কানপাতলেই শোনা যাচ্ছে। সাথে বৃষ্টি যেন মশাদের বংশ বিস্তারে আগুনে ঘিয়ের মত। ১ সেপ্টেম্বর দাসপুর-১ নম্বর ব্লকের রাজনগর ইউনিয়ন হাইস্কুলে ডিঙ্গু নিয়ে একটি সচেতনতা শিবির করা হয়। বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক তাপস পোড়েল জানান,শিবিরটিতে ছাত্রছাত্রীদের মশা ও মশা বাহিত রোগ সম্বন্ধে সচেতন করা হয়। ওইদিন বিদ্যালয় চত্ত্বরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পরে কয়েকটি দলে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষাকাদের সাথে বিদ্যালয় সংলগ্ন কয়েকটি পরিবারে যায়। পরিবারের সদস্যদের ডেঙ্গু ও তার প্রতিকার সম্বন্ধে সচেতন করা হয়। বাড়ির আসেপাশের জমা জলেই যে ডেঙ্গু মশা জন্মায় তা ছাত্রছাত্রীরা বাড়িবাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বোঝায়। রাতে মশারি আর জ্বর হলেই রক্ত পরীক্ষা এ দুই বিষয়ে স্কুলের পক্ষে এলাকার মানুষকে বোঝানো হয়। তাপসবাবু বলেন,ডেঙ্গু প্রতিবছর রাজ্যে মারাত্মক আকার ধারন করে। কিন্তু একটু সচেতন হলেই আমরা এই ভয়াবহ রোগের হাত থেকে নিস্তার পেতে পারি। বাড়ির চারাপাশ পরিষ্কার, আশেপাশে জল না জমতে দেওয়া,রাতে মশারি আর জ্বর হলেই রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া। এই কটি বিষয় শুধু আমাদের মেনে চলতে হবে।

বান্টি: ▪️সাংবাদিক▪️ঘাটাল মহকুমা▪️৭০০১২৭৮১২৪