এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর হোসেনপুরে মারুতির ধাক্কায় গুরুতরভাবে জখম শিশু

Published on: January 24, 2019 । 5:12 PM

দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘাটাল মেদিনীপুর সড়কের হোসেনপুরে এক মারুতির ধাক্কায় গুরুতর আহত হল এক শিশু।

গুরুতর আহত শিশুটিকে এলাকাবাসীর সহযোগিতায় ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি বিকেল ৪টা নাগাদ মেদিনীপুরের দিকথেকে এক মারুতি প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই শিশুটিকে ধাক্কা মারলে সে রাস্তায়ই লুটিয়ে পড়ে। মারুতির চালক ঘাটনার ভয়াবহতা বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। উত্তেজিত জনতা মারুতিটিতে ভাঙচুর চালায় এবং রাস্তাথেকে নিচে ফেলে দেয়। স্থানীয় সেভিক ভলেন্টিয়ারদের সহায়তায় এখন অবস্থা আয়ত্বে। মারুতির মালিকের খোঁজ চলছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭