পুকুরে স্নান করতে নেমে তড়িতাহত হয়ে মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ার

পুকুরে স্নান করতে গিয়ে সাতসকালেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল বছর ৫৭ এর এক প্রৌঢ়ার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রাজনগরে।

স্থানীয় বাসিন্দা দীপক পোড়া জানান, রামপদ ডগরার স্ত্রী আরতী ডগরা সকালে উঠে বাড়ির পাশের পুকুরে স্নান করে বাড়ির সামনের একটি দড়িতে কাপড় মিলতে গেলে পায়ে বিদ্যুতের তারের জি আই তারটি আটকে যায় এবং তড়িতাহত হয়ে আরতী দেবীর মৃত্যু হয়।

কিন্তু জানাগেছে সময় মত বিল না মেটানোয় বছর কয়েক আগেই তাদের বাড়িতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছিল বিদ্যুৎ দপ্তর। তবে কীভাবে ওই বিচ্ছিন্ন তারে বিদ্যুই এল। স্থানীয়দের বক্তব্য বিদ্যুৎ দপ্তরের তরফে ভুলবসত ওই তারে সংযোগ করে দেওয়াতেই এই অপ্রত্যাশিত মৃত্যু!

গ্রামবাসী ও মৃতের পরিবার মৃতদেহ আটকে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়। পরে দাসপুর থানা ও বিদ্যুৎ দপ্তরের লোকজন এসে অবস্থার সামাল দেয়।

Join our Whatsapp group

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।