বালি খাদান নিয়ে রণক্ষেত্র চন্দ্রকোণা এলাকা উত্তাল

•চন্দ্রকোণায় বালি খাদান নিয়ে বিক্ষোভ অব্যাহত।  শিলাবতীর নদী গর্ভে বালি খাদানগুলি অবৈধ দাবি তুলে  ১৬ ফেব্রুয়ারি চন্দ্রকোণা   থানার চৈতন্যপুরে  বালি খাদানে চলে বিক্ষোভ, ধরানো হল অস্থায়ী চালায় আগুন, ভাঙচুর করা হলো একটি ট্রাকটার।   স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে শিলাবতী নদী থেকে তোলা হচ্ছে বালি যার ফলে ক্ষতির মুখে পড়েছে নদীর পাড়, এমনকী ওই নদীর জলে মহিলারা স্নান করতে গেলে তাদের দেখে কটূক্তি করে বালি খাদানের কর্মীরা। এরই প্রতিবাদে আজ সকালে চৈতন্যপুর, নিত্যানন্দপুর সহ কয়েকটি গ্রামের  বাসিন্দা বালি খাদানে বিক্ষোভ দেখান।  তিনটি ট্রাক আটক করে উত্তেজিত জনতা। এমনকী বালি খাদানের অস্থায়ী তবুতে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে আসে চন্দ্রকোনা  থানার পুলিশ। এলাকাবাসীদে অভিযোগ,  অবিলম্বে বন্ধ করা হোক এই বালি খাদান।যদিও বালি খাদান মালিক মুক্তিপদ মাইতি বলেন খাদানটি বৈধ, বৈধ ভাবে বালি তোলা হচ্ছিল। এলাকাবাসীরা হঠাৎ কেন এধরনের সমস্যা করছেন জানি না। ওই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে রয়েছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ বাহিনী। 

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad