বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে নতুন জামা তুলে দিল ইচ্ছে ডানা

বছরের এই কয়েকটাদিন সবাই মিলে নতুন জামা পরে মণ্ডপে মণ্ডপে ঘোরা আর ঠাকুর দেখা। বাঙালীদের সবচাইতে বড় উৎসব শারদ উৎসবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বড় অসহায়। অনেক ক্ষেত্রেই তারা পুজোর নতুন জামাটাও পায়না! কিন্তু আজ রাজনগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইচ্ছে ডানা’ সেই সব অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ালো,ঘাটাল ঘোলসাই প্রাথমিক বিদ্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকার প্রায় ২০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে তুলেদিল তাদের এবারের পুজোর নতুন জামা। নতুন জামা পেয়ে আপ্লুত রবীন,আনোয়ার,কিশোর,প্রমিতারা। তাদেরই এক মা জিন্না তারা বেগম বললেন,আমরা প্রতিবছর আমাদের সন্তানঅদের নতুন জামা দিতে পারি না। ইদ্ বা দুর্গাপুজো সবই আমরা পালন করি। আমার শিশুকে পুজোয় নতুন জামা দিল ইচ্ছে ডানা,আমরা খুব খুশি। ইচ্ছে ডানার সম্পাদক সুব্রত মণ্ডল জানান,তাঁরা প্রতিবছরই এই উদ্যোগ নেন। বিভিন্ন এলাকার মূলত প্রতিবন্ধী শিশুদের পুজোয় নতুন পোশাক দেবার চেষ্টা করেন। ওই সংস্থার সভাপতি শন্তু ভুক্তা বলেন,আমাদের ইচ্ছে ঘাটাল মহকুমার সমস্ত প্রতিবন্ধীদের পুজোয় নতুন জামা দেবার, কিন্তু অর্থাভাব আমাদের ইচ্ছেকে দমিয়ে দেয়। তবুও চেষ্টাকরি অন্তত কিছু শিশুর মুখে হাসি ফোটানোর। মহকুমাবাসী আর্থিক ভাবে পাশে দাঁড়ালে পরের বছর অনেক বেশি প্রতিবন্ধী শিশুকে পুজোয় নতুন পোশাক দিতে পারবো।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।