বীরসিংহে অলচিকি বিদ্যালয়…

বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে অলচিকি বিদ্যালয় স্থাপনে আগ্রহী শাসক দল।  ২১ ডিসেম্বর  বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে আদিবাসী সংগঠন ভারত যাকাত মাঝি পরগনা মহল ও বীরসিংহ  সিধু কানু ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠান ছিল সেখানে অলচিকি বিদ্যালয় খোলার আশ্বাস দেন ঘাটালের বিধায় শংকর দোলই। তিনি বলেন,আমি বিধায়ক হিসেবে এনিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। শিক্ষা দপ্তরে কথা বলব। আর বিদ্যালয়টি এই মনীষীর জন্মস্থান এলাকাতেই হবে। বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ বেরা বলেন, এমনিতেই প্রতি রবিবার আমাদের স্কুলে অলচিকি ভাষা শেখানোর জন্য বিনা ব্যয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। গড়বেতা থেকে এক শিক্ষক ওই ক্লাস নেন। অলচিকি বিদ্যালয় হলে সেটি আরও নতুন মাত্রা পাবে।  এদিকে ওই সংগঠনের মহকুমার নেতা মনোরঞ্জন মুর্মু বলেন,যতদিন না ঘাটাল মহকুমায় আলচিকি ভাষা শেখানোর জন্য কোনও সরকারি প্রতিষ্ঠান হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। অন্তত পক্ষে ঘাটাল ও চন্দ্রকোণা থানা এলাকার কয়েকটি স্কুলে আলচিকি বিষয়টি চালু করতে হবে। বিধায়ক বলেন, তা নিয়েও আমরা প্রচেষ্টা চালাচ্ছি।

২২ ডিসেম্বরও অলচিকি ভাষা দিবস উপলক্ষ্যে   ওই সংগঠনের পক্ষ থেকে বীরসিংহে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad