ভারতী ঘোষ মামলার টাকা সোনা এল ঘাটাল আদালতে

জেলার প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষের মামলায় সি আই ডি দ্বারা সিজ করা সোনা ও টাকা এসে পৌঁছাল ঘাটাল আদালতে।
ভারতীর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছিলেন পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজি। আদালতে মামলা দায়েরের পরই নড়েচড়ে বসে সিআইডি। এই বছরই শুক্রবার ২ ফেব্রুয়ারি একযোগে ভারতী ঘোষের কলকাতা, পশ্চিম মেদিনীপুর, সোনারপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশি চালানো হয়েছিল নাকতলায় ভারতী ঘোষের স্বামীর বাড়িতেও। বিভিন্ন তল্লাসিতে উদ্ধার হয় বিপুল পরিমাণে নগদ, সোনা ও সম্পত্তির নথি।

সেই টাকা ও সোনাই আজ ঘাটাল আদালতে এল। নয় টি বড় বড় ট্রাঙ্কে করে সেই টাকা ও সোনা আনা হয়েছে। ৫টি গণক যন্ত্রে এই টাকা গণনা চলছে। সোনা ওজনের জন্য আনা হয়েছে একটি ওজন মেশিন। আর তা দেখতে আদালত চত্ত্বরে মানুষের ভিড় চোখে পড়ার মত।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।