লায়ন্স ক্লাবের ডায়াবেটিক রেটিনোপ্যাথি শিবির

তৃপ্তি পাল কর্মকার: ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে চক্ষু বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করল ঘাটালের লায়ন্স চক্ষু হাসপাতাল। আজ ৭ জুলাই ঘাটালের লায়ন্স হাসপাতালে ওই শিবিরটির আয়োজন করা হয়। এই শিবিরে ডায়াবেটিস থাকলে কীভাবে চোখের সুরক্ষায় সচেতন হতে হবে, সেই বিষয়ের উপর শতাধিক মানুষকে সচেতন করা হয়েছে বলে লায়ন্স ক্লাবের সাইট ফর কিডস ইউনিটের চেয়ারপার্সন ডাঃ সুব্রত রায় জানিয়েছেন। কলকাতার আর এন টেগোর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা এই শিবিরে উপস্থিত ছিলেন। মোট ১০৪ জন রোগী পরীক্ষা করা হয় তার মধ্যে ১২ জন ডায়বেটিক রেটিনোপ্যাথী রোগী চিহ্নিত করা গিয়েছে। এই সব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করানো হবে বলে ডাঃ রায় জানান। এদিন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুচন্দ পাঁজা, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট তপন শাসমল, ভিশন ক্রিনিঙের চেয়ার পার্সন ডাঃ কল্পতরু রায়চৌধুরি, লায়ন্সের সম্পাদক সঞ্জীব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad