জঙ্গি হামলায় দেশের ৪২ জন জোয়ান শহীদ হয়েছেন কাশ্মীরে৷ ঘটনার নিন্দা জানিয়ে নিজেদের এলাকায় মোমবাতি মিছিল করলো দাসপুর-১ ব্লকের ধর্মা গ্রামে স্কুল পড়ুয়ারা৷
শহীদ জোয়ানদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি হাতে মৌন মিছিল পড়ুয়াদের
▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364