শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের অফিস কক্ষে আসছে আমূল পরিবর্তন,ঘাটালজুড়ে চলছে প্রশিক্ষণ

সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমার প্রায় প্রতিটি চক্রেই চলছে শিক্ষকদের ই পোর্টাল ট্রেনিং। রাজ্যের স্কুল গুলির আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় আসছে আমূল পরিবর্তন। সম্প্রতি রাজ্য সরকারের শিক্ষা বিভাগ বাংলার শিক্ষা নামে এক ই পোর্টালের সূচনা করেছে। সেই পোর্টাল সম্বন্ধেই চলছে বিশেষ প্রশিক্ষণ।
নাড়াজোল-২ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্ঘ মজুমদার গতকাল রাজনগর হাইস্কুলের সেমিনার কক্ষে এমনই এক প্রশিক্ষণে হাজির ছিলেন। তিনি জানান বাংলার প্রতিটি বিদ্যালয় এক ছাতার তলায় আসতে চলেছে। শিক্ষা দপ্তর দুটি ই পোর্টাল চালু করেছে। সেই পোর্টাল দুটিতে শিক্ষক শিক্ষিকারা কীভাবে বিদ্যালয়ের ডাটা এন্ট্রি করবেন তারই প্রশিক্ষণ চলছে। পোর্টাল দুটির মধ্যে বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক বিষয়ক যাবতীয় তথ্য থাকবে। ছাত্রছাত্রীদের আই কার্ড,স্কুল লিভিং সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, প্রগতি পত্র সবই থাকবে ওই পোর্টালে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর লগইন আইডি ও পাশওয়ার্ড দিয়ে ওই পোর্টালে গিয়ে যাবতীয় তথ্য ইনপুট করতে বা সেখান থেকে প্রিন্ট করতে পারবেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177