৮ মার্চ ২০১৯ গণবিবাহের অনুষ্ঠানে দুঃস্থ পরিবারের যুবতীদের বিয়ের ব্যবস্থা করবে সোনাখালি স্পোর্টিং ক্লাব, আগে থেকে যোগাযোগ করুন

তৃপ্তি পাল কর্মকার: কন্যাদায়গ্রস্ত বাবা-মায়েদের কাছে সুখবর! অর্থের অভাবে আপনাদের মেয়ের বিয়ে দিতে না পারলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে দাসপুর-২ ব্লকের সোনাখালি স্পোর্টিং ক্লাব। যে সমস্ত বাবা-মায়েরা তাঁদের মেয়ের জন্য পাত্র দেখা চূড়ান্ত করে নিয়েছেন অথচ অর্থের জন্য মেয়ের বিয়ে দিতে পারছেন তাঁরা ওই ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওই ক্লাবের পক্ষ থেকে ২৩ ফাল্গুন ১৪২৫, ইংরেজির ৮ মার্চ ২০১৯ শুক্রবার গণ বিবাহের আয়োজন করা হয়েছে। ওই গণবিবাহের অনুষ্ঠানেই বিয়ে দিতে না পারা ওই সমস্ত দুঃস্থ পরিবারের যুবতীদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বিয়ের সমস্ত খরচই ওই ক্লাব বহন করবে। তবেএখন থেকেই যোগাযোগ করে রাখতে হবে পশ্চিম মেদিনীপুরে দাসপুর-২ ব্লকের সোনাখালি স্পোর্টিং ক্লাবের সঙ্গে। গণবিবাহের যোগাযোগ নম্বর: 9732924193 /9800633665/ 9932268125

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad