ঘাটালে ৪০ হাজার শ্রমিকদের বকেয়া ২৩ কোটি টাকা দিতে সহায়তা কেন্দ্র খুলল তৃণমূল

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: একশ দিনের শ্রমিকদের বকেয়া টাকা দিতে সহায়তা কেন্দ্র খুলল তৃণমূল। ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রবিবার থেকে ঘাটাল ব্লকের ১২টি পঞ্চায়েতে ১২টি সহায়তা কেন্দ্রগুলি খোলা হয়েছে। ক্যাম্প চলবে ২৫ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। তৃণমূলের ঘার্টাল সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক বিকাশ কর বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যেই এই সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের জবকার্ড, ব্যাঙ্ক ডিটেলস ও ফোন নম্বর সংগ্রহের কাজ চলছে। ঘাটাল ব্লকের ৩৯,৫৭৪ জন শ্রমিকদের দু’বছরের বকেয়া পারিশ্রমিক ২২ কোটি ৬৭ লক্ষ ২৭ হাজার ৩২১ টাকা দেওয়ার জন্য ঘাটালেও ১২টি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। বিকাশবাবু বলেন, ঘাটাল ব্লকের যেখানে যেখানে ওই ক্যাম্পগুলি হয়েছে তা হল— সুলতানপুরে ঢলগড়া গোবিন্দপুরে, ইড়পালার জয়বাগ শিববন্দির সংলগ্ন, মনসুকা-১ সুপার মার্কেট, মনসুকা-২ বন হরিসিংহপুর জলট্যাঙ্কের কাছে, বীরসিংহের জলসরা বাসস্টপে, মোহনপুরে দীঘা আনন্দপুর ফ্লাড শেল্টার সংলগ্ন, দেওয়ানচক-১ এর  ইসলামপুর মোড়ে, দেওয়ানচক-২ এর ঘোলসাই সুপার মার্কেট, অজবনগর-১ ও ২  পঞ্চায়েত অফিস সংলগ্ন, মনোহরপুর-১ রত্নেশ্বরবাটি মাড়তলায় ও মনোহরপুর-২ মার্কেট কমপ্লেক্সে ওই ক্যাম্পগুলি করা হয়েছে। ক্যাম্পগুলিতে যেসমস্ত শ্রমিকের টাকা বকেয়া রয়েছে তাদের জবকার্ড, ব্যাঙ্কের ডিটেলস ও ফোন নম্বর নিয়ে যোগাযোগ করতে আবেদন করা হয়েছে।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177