এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে এবার ১০০ মিটার জাতীয় পতাকা

Published on: August 14, 2019 । 9:01 PM
তৃপ্তি পাল কর্মকার: এবার ঘাটাল শহরের ওপর দিয়ে ১০০ মিটার জাতীয় পতাকা যাবে। গত বছর ঘাটাল ব্লকের নারায়নপুর উত্তরপাড়া মিলন সংঘ ক্লাব প্রাঙ্গণ তথা দেওয়ানচক গ্রামপঞ্চায়েত এলাকা থেকে ৭৫ মিটার একটি বিশালাকার পতাকা ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবার ওই পতাকার দৈর্ঘ্য আরও ২৫ মিটার বাড়িয়ে ১০০মিটার করা হয়েছে। আগামী কাল ওই পতাকা ঘাটাল শহরের ওপর দিয়ে বেলা ১০.৩০টা থেকে ১১-৩০টা মধ্য পাশ করার কথা আছে। পতাকার রুটটি হল: নারায়ণপুর ➤রাধানগর ➤বরদা ➤ঘাটাল ➤দাসপুর ➤বকুলতলা ➤হরিরামপুর ➤নারায়ণপুর।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad