তিরিশে পা ঘাটালের ‘সৃজন’ পত্রিকার: মহকুমার কবিদের নিয়ে আজ কবিতা উৎসব ও বই প্রকাশ অনুষ্ঠান হ’ল

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের সৃজন পত্রিকার তিরিশ বছর পূর্তির সূচনাপর্ব উপলক্ষ্যে কবিতা উৎসব ও বই প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল। আজ ২ জানুয়ারি সুলতাননগর-জ্যোৎগৌরাঙ্গ সমবায়ের নবনির্মিত বিদ্যাসাগর হলে ওই অনুষ্ঠানটি হয়। সৃজন পত্রিকার সম্পাদক অধ্যাপক লক্ষ্মণ কর্মকার বলেন, ওই অনুষ্ঠানে ঘাটাল মহকুমার প্রায় ৭৫ জন কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করে শোনান। অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক উমাশঙ্কর নিয়োগী। এছাড়াও উপস্থিত ছিলেন কবি দেবাশিস প্রধান, সুকান্ত সিংহ, তুষারকান্তি ঘোষ, কেশব মেট্যা, নিমাই করণ, তপনজ্যোতি মাজি, মানেবন্দ্রনাথ চৌধুরি, অভিজিৎ চক্রবর্তী প্রমুখ।অনুষ্ঠানের আহ্বায়ক বঙ্কিম মাজি এবং কমললোচন প্রধান জানান, অনুষ্ঠানে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করে শোনান বিশিষ্ট আবৃত্তিকার ও সঞ্চালক শুভাশিস রায়। লক্ষ্মণবাবু বলেন, সৃজনের পথ চলা শুরু হয় ১৯৯৩ সালে। দেখতে দেখতে সৃজন এখন তিরিশ বছরে পড়ে গেল।অনুষ্ঠানে ‘সৃজন’ পত্রিকার বিগত তিরিশ বছরের ইতিহাস, আগামীদিনের পরিকল্পনা ইত্যাদি নিয়ে বক্তব্য রাখেন লক্ষ্মণবাবু। এদিন একইসঙ্গে দেড়শ জন কবির কবিতা সম্বলিত সৃজনের বিশেষ সংখ্যা ‘এই সময়ের কবিতা’ নামে একটি বই প্রকাশ করা হয়।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177