নিজস্ব সংবাদদাতা: প্রায় ছ’ফুট লম্বা কালাচ সাপ উদ্ধার করল বনদপ্তর। আজ ২২ আগস্ট ঘাটালের ধরমপুরে শ্রীমন্ত ডোগরা নামে এক ব্যক্তির বাড়ির পাশ থেকে ওই কালাচ সাপটি উদ্ধার হয়। সাপটি একটি জালে জড়িয়ে গিয়েছিল। তা দেখতে আশেপাশের প্রচুর উৎসাহী মানুষ ভিড় জমায়। বনদপ্তরে খবর দেওয়া হলে কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটির শারীরিক পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
৬ ফুটের কালাচ সাপ উদ্ধার হল ঘাটালে
Published on: August 22, 2020 । 6:58 PM







