নিজস্ব সংবাদদাতা: আট ফুট লম্বা বিশাল একটি গোখুরো সাপ উদ্ধার করল বন দপ্তর। আজ ২০ নভেম্বর বিকেল নাগাদ দাসপুরের হরিরাজপুরের গোবিন্দ দোলই ও বিশ্বজিৎ দোলইয়ের বাড়ির পেছন থেকে ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। সাপটির বিশাল আকার দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাপ দেখতে ভিড় জমে যায়।বিশ্বজিতবাবু বলেন, সাপটিকে দেখে আমরা প্রথমে ভয় পেয়ে যাই। কী করব বুঝে উঠতে পারছিলাম না। পরে বনদপ্তরে জানাতে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
৮ ফুটের পাকা খরিস দাসপুর থেকে উদ্ধার করল বনদপ্তর
Published on: November 20, 2020 । 9:30 PM







