এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বিডিও রক্ত দিতে এগিয়ে এলেন

Published on: August 16, 2019 । 8:58 PM

নিজস্ব সংবাদদাতা: রক্ত দিতে এগিয়ে এলেন দাসপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু। আজ ১৬ আগস্ট সোনাখালি মৈত্রী সংঘের আয়োজনে রক্তদান শিবিরে প্রথম রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন বিডিও অনির্বাণ সাহু। ওই সংঘের উদ্যোগে ফুটবল প্রেমী দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরটি এ বছর ২৫তম বর্ষে পড়ল। সংঘের কর্মকর্তা শঙ্কর চক্রবর্তী বলেন, এই সংঘের রজত জয়ন্তী বর্ষে রক্তদান শিবিরে ১৮৮ জন রক্তদান করেন। শিবিরে মেদিনীপুর ব্লাড ব্যাংক এবং ডেবরা ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই সহ অনেকেই।ওই সংঘের কর্মকর্তারা বলেন, এদিন বিডিওকে রক্তদান করতে দেখে অনেকেই দ্বিগুণ উৎসাহ নিয়ে এগিয়ে আসেন রক্তদান করতে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad