সুতপা পাহাড়ি(ক্ষীরপাই): আজ ৩০ আগস্ট পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঘাটাল-ক্ষীরপাই সড়কের ঘুঘুডাঙা কালী মন্দিরের সামনে। মৃত মহিলার নাম কমলা সিং(৭০) ক্ষীরপাই শহরের ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়বেতা-হাওড়া গামী একটি বাস ক্ষীরপাই অভিমুখে যাবার সময় পথ চলতি ওই বৃদ্ধাকে ধাক্কা মারার পরই এক বাইক চালককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই কমলাদেবীর মৃত্যু হয়। জখম বাইক আরোহী মতি কাজিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতি কাজির বাড়ি ক্ষীরপাই শহরের ১ নম্বর ওয়ার্ডে। পুলিশ বাসটিকে আটক করেছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











