এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অসমে চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে কালো ব্যাজ পরে ধিক্কার জানাল ঘাটাল ডক্টরস ফোরাম

Published on: September 2, 2019 । 3:05 PM
  1. রবীন্দ্র কর্মকার: অসমে চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে ঘাটাল ডক্টরস ফোরামের উদ্যোগে আজ ২ সেপ্টেম্বর ব্ল্যাক ডে পালিত হল। সম্প্রতি অসমে দুষ্কৃতীদের তান্ডবে মৃত্যু বরণ করেন চিকিৎসক ডাঃ দেবেন দত্ত। তারই প্রতিবাদে এদিন ঘাটাল মহকুমা হাসপাতালের চিকিৎসকগণ কালো ব্যাজ পরে ধিক্কার জানান। এই ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ হরেকৃষ্ণ পাল জানান, চিকিৎসক নিগ্রহের ঘটনা আমাদের দেশে অব্যাহত। সাম্প্রতিক কলকাতার এন.আর.এস কান্ডের পর এবার অসমের জোরহাটের ঘটনাই প্রমাণ করে চিকিৎসকরা কোনওভাবেই নিরাপদে নেই। এই ঘটনা সেই নিরাপত্তাহীনতার নগ্ন রূপটিকেই প্রকাশ করে। ভারতের চিকিৎসার ইতিহাসে এটি একটি ‘কালোদিন’ হিসেবে নথিভূক্ত থেকে গেল। ডাঃ দেবেন দত্তের মৃত্যুতে সমগ্র চিকিৎসকমহল শোকস্তব্ধ। তাই এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে সারা দেশের চিকিৎসকদের সঙ্গে ঘাটাল ডক্টরস ফোরামের উদ্যোগে ঘাটাল মহকুমার চিকিৎসকগণ কালো ব্যাজ পরে রোগীদের চিকিৎসা করেন। একই সঙ্গে তাঁরা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177