এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পথ অবরোধ, কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠল

Published on: October 21, 2019 । 11:42 AM

মনসারাম কর:  ঘাটালে পথ অবরোধ। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন ঘাটাল থানার মারিচ্যা গ্রামের বাসিন্দারা। আজ ২১ অক্টোবরর বেলা সাড়ে ১০টা নাগাদ ওই গ্রামের বাসিন্দারা বড়দা-সুলতানপুর রাস্তা অবরোধ করেন। ওই গ্রামের বাসিন্দারা বলেন, ওই সড়কের মারিচ্যা বাসস্টপ থেকে শিমুলিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার  রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি।  ফলে মারিচ্যা,দন্দিপুর, শ্যামসুন্দরপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। বেহাল রাস্তার জন্য প্রত্যেকদিন অঘটন ঘটছে। আজ বেশ কিছুক্ষণ অবরোধ চলে। তারপরই ঘাটাল থানার এ.এস আই কৌশিক সেনের আশ্বাসে অবরোধ ওঠে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad