এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পিকনিক করতে গিয়ে চন্দ্রকোণার কেঠিয়া খালের জলে তলিয়ে গেলেন তিন যুবক

Published on: December 28, 2019 । 9:21 PM

নিজস্ব সংবাদদাতা: পিকনিক করতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ তিন যুবক। যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোণা থানার জাড়া এলাকায়।  আজ শনিবার ২৮ ডিসেম্বর ঘটনাটি ঘটেরে জাড়া এলাকার কাতারডাঙা গ্রাম লাগোয়া কেঠিয়া খালে। এদিন চন্দ্রকোনার কাতারডাঙ্গা গ্রাম লাগোয়া কেঠিয়া খালের ধারে পিকনিক করতে আসেন আট যুবক। বিকেলের পর হঠাৎই নিখোঁজ হয়ে যায় অর্ক রায়, শোভন কান্তি রায়, শুভজিৎ মঙ্গল নামে তিন যুবক। নিখোঁজ তিন যুবকের বাড়ি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে জাড়া গ্রামে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর খালের ধার থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকদের পোশাক। এরপর গ্রামবাসীরা খালের জলে নেমে দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পরেও মেলেনি কোনো হদিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চন্দ্রকোণা   থানার পুলিশ পৌঁছেছে।। পুলিশের প্রাথমিক অনুমান স্নান করতে নেমে কোনও ভাবে খালের জলে তলিয়ে যায় তিন যুবক।ইতিমধ্যেই ঘটনাস্থলে আলোর ব্যবস্থা করে ডুবুরি নামানোর পরিকল্পনা করছে পুলিশ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now