এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে খাসির মাংস, মুরগিতে ভাটা

Published on: February 24, 2020 । 10:07 PM

মনসারাম কর: সোশ্যাল মিডিয়া জুড়ে করোনা ভাইরাসের ভয়ঙ্কর আতঙ্ক। হোয়াটসআ্যাপ, ফেসবুকে ছড়িয়েছে মুরগির মাংসে করোনা ভাইরাসের ছায়া। সেই আতঙ্কেই ঘাটালে মুরগি মাংস বিক্রিতে ভাটা দেখা দিয়েছে, চড়া হয়েছে খাসির দাম। ঘাটালের অনেক বাজারেই কয়েকদিন আগে যে খাসি বিক্রি হয়েছে ৫০০ থকে ৫২০ টাকা সম্প্রতি সেই  খাসির দাম এখন ৬০০ থেকে ৬৫০ টাকা ছুঁয়েছে। ঘাটালের এক মুরগি মাংস বিক্রেতা বলেন মুরগিতে করোনা ভাইরাসের আতঙ্কেই ব্যবসায় ভাটা। মেঘনাথ পোল্লে নামে খাসবাড়ের এক ক্রেতা বলেন, একপ্রকার আতঙ্কেই বেশি টাকা খরচ করেই পরিবারের জন্য মুরগি মাংস বাদ দিয়ে খাসি মাংস কিনেছি। তবে মুরগির মাংসে আদৌ কোনও ভাইরাসের আতঙ্ক রয়েছে কিনা সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায় নি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।