•আজ ১ এপ্রিল ২০২০ ঘাটাল শহরের দুই যুবককে (দু’জনেরই বাড়ি শিলাবতী নদীর পশ্চিম পাড়ে ঘাটাল পুইরসভার মধ্যে) করোনা আক্রান্ত সন্দেহে মেদিনীপুর করোনা হাসপাতালে পাঠানো হল। ওই দুই যুবক কিছু দিন হল ভিন রাজ্য থেকে বাড়ি এসেছেন। শারীরিক সমস্যা হওয়ায় আজ তাঁরা ঘাটাল হাসপাতালে যান। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার পর কিছু লক্ষণ চিকিৎসকদের সন্দেহ হয়। তাই তাঁদের মেদিনীপুরে পাঠানো হয়েছে বলে ঘাটাল মহকুমা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
নিয়ম মতো মেদিনীপুরে তাঁদের আরও কিছু পরীক্ষা করা হবে। তাঁরপরই জানা যাবে তাঁদের শরীরে করোনা সংক্রমণ হয়েছে কিনা। প্রসঙ্গত ৩১ মার্চ যে দু’ই যুবককে মেদিনীপুরে পাঠানো হয়েছিল তাঁদের এখনও চূড়ান্ত রিপোর্ট কলকাতা থেকে আসেনি।
এবার ঘাটাল শহর থেকে ২ জনকে মেদিনীপুরে পাঠানো হল







