নিজস্ব সংবাদদাতা: আবার ঘাটাল থানার কামারগেড়িয়াতে (https://goo.gl/maps/BDErFCigRKAPyHWQ7) এক ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ল। তিনি বাড়িতে একটি ব্যবসা চালান। হার্টের সমস্যার জন্য তিনি কলকাতার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চেক-আপ করাতে যান। নিয়ম মতো সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হয়। হার্টের চেকআপ করে বাড়ি চলে আসেন। গতরাতে (২৬ মে ২০২০)তাঁর হোয়াটসঅ্যাপে এবং ঘাটাল থানায় খবর আসে তিনি করোনা সংক্রমিত। রাতেই তাঁকে পূর্ব মেদিনীপুরের মেচোগ্রামে করোনা হাসপাতালে ভর্তি করা হয়।
তৃপ্তি পাল কর্মকার
আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad









